‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

অন্যান্য বান্দার আমলগুলো মহান আল্লাহর কাছে তিনভাবে উপস্থাপন করা হয়

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
758
Comments
895
Reactions
8,232
Credits
4,001
১. দৈনিক উপস্থাপন: দিনে দুইবার।(সহীহ মুসলিম হা/ ১৭৯)

২. সাপ্তাহিক উপস্থাপন: সপ্তাহে দুইবার: সোমবারে ও বৃহস্পতিবারে।(সহীহ মুসলিম হা/২৫৬৫)

৩. বাৎসরিক উপস্থাপন: বছরে একবার শাবান মাসে। (সুনানে নাসাঈ হা/২২২১)

ইবনুল কাইয়্যেম (রহঃ) বলেন: গোটা বছরের আমল শাবান মাসে উত্তোলন করা হয়; যেমনটি সংবাদ দিয়েছেন সত্যবাদী ও বিশ্বস্ত (অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-অনুবাদক)। গোটা সপ্তাহের আমল সোমবার ও বৃহস্পতিবারে পেশ করা হয়। দিনের আমল দিনের শেষে রাতের আগে উত্তোলন করা হয় এবং রাতের আমল রাতের শেষে দিনের আগে উত্তোলন করা হয়। তাই দিবারাত্রির এ উত্তোলন বাৎসরিক উত্তোলনের চেয়ে খাস। যখন আয়ুকাল শেষ হয়ে যায় তখন গোটা জীবনের আমল উত্তোলন করা হয় এবং আমলের খাতা গুটিয়ে রাখা হয়।


-হাশিয়াতু সুনানে আবি দাউদ থেকে সংক্ষেপিত ইসলাম সওয়াল-জবাব ফাতাওয়া নং,-৪৪০২১
 

Share this page