• ফজরের সুন্নতে নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রথম রাকাতে সূরা কাফিরূন ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। — সহীহ মুসলিম: ৭২৬, আবু দাউদ: ১২৫৬, সুনানুত তিরমিজি: ৪১৭, ইবনে মাজাহ: ১১৪৯
• আর কখনো প্রথম রাকাতে সূরা বাকারার ১৩৬ নং আয়াত ও দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরানের ৬৪ নং আয়াত পাঠ করতেন। — সহীহ মুসলিম: ৭২৭, ইবনে খুযাইমাহ, হাকেম, বায়হাকী
• এ ছাড়া কখনো সূরা আল ইমরানের ৬৪ নং আয়াতের পরিবর্তে ৫২ নং আয়াত পাঠ করতেন। — সহীহ মুসলিম, আবু দাউদ: ১২৫৯
• আর কখনো প্রথম রাকাতে সূরা বাকারার ১৩৬ নং আয়াত ও দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরানের ৬৪ নং আয়াত পাঠ করতেন। — সহীহ মুসলিম: ৭২৭, ইবনে খুযাইমাহ, হাকেম, বায়হাকী
• এ ছাড়া কখনো সূরা আল ইমরানের ৬৪ নং আয়াতের পরিবর্তে ৫২ নং আয়াত পাঠ করতেন। — সহীহ মুসলিম, আবু দাউদ: ১২৫৯