‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️
A

প্রয়োজনীয় দ্বীনি নাসিহা

Threads
11
Comments
110
Reactions
125
Credits
104
আবু হুরায়রাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন :

"কে এ বাক্যগুলো আমার নিকট হতে গ্রহণ করবে? অতঃপর নিজে সে মতো ‘আমল করবে অথবা এমন ব্যক্তিকে শিখিয়ে দেবে যে সে অনুযায়ী আমল করে। আমি বললাম : আমি হে আল্লাহর রাসূল! এরপর তিনি (সা.) আমার হাত ধরে পাঁচটি গণনা করলেন। তিনি (সা.) বললেন :

১. আল্লাহ যা হারাম করেছেন তা হতে বেঁচে থাকো, এতে তুমি হবে মানুষের মাঝে উত্তম ইবাদাতকারী,

২. আল্লাহ তোমার তাকদিরে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে, এতে তুমি হবে মানুষের মাঝে সর্বাপেক্ষা ধনবান,

৩. তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, এতে তুমি হবে পূর্ণ ঈমানদার,

৪. নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্যও তা পছন্দ করবে, তখন তুমি হবে পূর্ণ মুসলিম এবং

৫. বেশি হাসবে না; কেননা বেশি হাসি অন্তরকে মেরে ফেলে।"

[তিরমিযী, মিশকাত হা/৫১৭১]


আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে উপরোক্ত বাক্যগুলো গ্রহণ করে নিজে আমল করার ও অন্যকে শিখিয়ে দেওয়ার তাওফীক দান করুন - আমিন।।
 

Share this page