يقول الشيخ. محمد سعيد رسلان - حفظه الله :
ينبغي على كل سلفي صحيح في انتمائه أن يكون له في اللغة العربية مشاركة ؛ لأنه لن تصح له ديانته على الوجه الصحيح حتى يفهم كلام الله وكلام رسول الله ﷺ ، وذلك لا يكون إلا بفهم اللغة التي نزل بها الكتاب ، ونطق بها النبي ﷺ .
كتاب ( شرح الجامع لعبادة الله وحده : ص ٥٩ )
শায়খ মুহাম্মাদ বিন সাঈদ রাসলান হাফিযাহুল্লাহ বলেনঃ
প্রত্যেক সত্যিকারের সালাফীকে অবশ্যই আরবী ভাষায় পারদর্শিতা অর্জন করতে হবে। কারণ, আল্লাহর কালাম ও তদীয় রাসূলের কথা বোঝা ছাড়া কারো দ্বীনদারিতা বিশুদ্ধ হবে না।
আর (এটা তো জানা কথা যে,) উপরোক্ত উদ্দেশ্যটি বাস্তবায়িত হবে না কুরআন ও সুন্নাহ যে ভাষায় এসেছে, সেই ভাষাটি আয়ত্ব করা ব্যতিরেকে।
শরহুল জামে' লি-ইবাদাতিললাহি ওয়াহদাহ, ৫৯ পৃষ্ঠা।