আবু দারদা (রাদিআল্লাহু আনহু) লোকমান হাকিমের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন :
তাঁকে না পরিবার দেওয়া হয়েছে, না তিনি সম্পদশালী ছিলেন, না ছিলেন বংশ মর্যাদাবান, না ছিলেন কোনো ঐশ্বর্যের অধিকারী; বরং তিনি ছিলেন মৌন স্বভাবের, দীর্ঘ চিন্তা-ভাবনা ও গভীর দৃষ্টি ছিল তাঁর বৈশিষ্ট্য। তিনি সুলতানের কাছে আসতেন, বিচারকদের নিকট আসতেন তাদের দেখার জন্য, চিন্তা-ভাবনা করার জন্য, শিক্ষা লাভ করার জন্য। আর এভাবেই তিনি যা লাভ করার লাভ করেছেন। – তাফসিরে ইবনে কাসীর : ৩/৫৮৫