আল্লাহ তা‘আলা বান্দার সহজ চান এবং কঠিন চান না (সূরা আল-বাক্বারাহ : ১৮৫)। কাজেই তোমরা আল্লাহকে তোমাদের সাধ্যমত ভয় কর, তোমরা (তাঁর বাণী) শুন, তোমরা (তাঁর) আনুগত্য কর (সূরা আত-তাগাবূন : ১৬)।
শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি সালাতের সময় ওযূ ধরে রাখতে পারে না, তার সালাতের কোন ক্ষতি হবে না। তবে তার জন্য প্রত্যেক সালাতের জন্য ওযূ করতে হবে। ইমামগণ এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন’ (ইবনু তাইমিয়্যাহ, মাজমূঊল ফাতাওয়া, ২১/২২১ পৃ.)।
শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি সালাতের সময় ওযূ ধরে রাখতে পারে না, তার সালাতের কোন ক্ষতি হবে না। তবে তার জন্য প্রত্যেক সালাতের জন্য ওযূ করতে হবে। ইমামগণ এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন’ (ইবনু তাইমিয়্যাহ, মাজমূঊল ফাতাওয়া, ২১/২২১ পৃ.)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: