দুনিয়ার হালাল খাদ্য হিসাবে পরিচিত সবই হালাল, যতক্ষণ আল্লাহ এবং তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হারাম না করেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘হালাল স্পষ্ট হারামও স্পষ্ট’ (সহীহ বুখারী, হা/৫২)।
পেপসি জাতীয় পানীয়গুলো সাধারণত খাদ্য হিসাবে পরিচিত। তা খাওয়া নিয়ে স্বাস্থ্যবিদদের মাঝে বিভিন্ন কথা পাওয়া যায়- কেউ বলেন স্বাস্থ্যসম্মত না। আবার অনেক হালাল খাবার আছে, যা কারো জন্য স্বাস্থ্য উপযোগী আবার কারো জন্য উপকারী না। তাই স্পষ্ট না জেনে হালাল হারাম বলা মহা অপরাধ বা কাবীরা গুনাহ।
মহান আল্লাহ তাঁর নবীকে লক্ষ্য করে বলেন, ‘হে নবী! আপনার জন্য যা হালাল করা হয়েছে তা আপনার স্ত্রীর মনোরঞ্জনের জন্য কেন হারাম করলেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াবান’ (সূরা আত-তাহরীম : ১)।
সূত্র: আল-ইখলাছ।