ডান কাতে শয়ন করা উত্তম (সহীহ বুখারী, হা/২৩৯)।
তবে কোন সমস্যা মনে করলে পেটের উপর ভর করে শয়ন করাতে কোন সমস্যা নেই। যেমন, পেটের পিড়া বা কোন ধরনের পেটের অসুখ। (উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব, পৃ. ৩৬, ‘শিষ্টাচার’ অধ্যায়)।
তবে ‘উপুড় হয়ে শয়ন করা জাহান্নামীদের শয়ন’ মর্মে বর্ণিত হাদীসটি যঈফ (যঈফ ইবনু মাজাহ, হা/৩৭২৫; যঈফ আল-আদাবুল মুফরাদ, হা/১১৮৮)।
তবে কোন সমস্যা মনে করলে পেটের উপর ভর করে শয়ন করাতে কোন সমস্যা নেই। যেমন, পেটের পিড়া বা কোন ধরনের পেটের অসুখ। (উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব, পৃ. ৩৬, ‘শিষ্টাচার’ অধ্যায়)।
তবে ‘উপুড় হয়ে শয়ন করা জাহান্নামীদের শয়ন’ মর্মে বর্ণিত হাদীসটি যঈফ (যঈফ ইবনু মাজাহ, হা/৩৭২৫; যঈফ আল-আদাবুল মুফরাদ, হা/১১৮৮)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: