পিঁপড়া বা ছোট ছোট পোকা খাবারে পড়ে গেলে খাদ্য নাপাক হয় না। কারণ এগুলো এমন প্রাণী, যেগুলোর রক্ত প্রবাহমান নয়। তাছাড়া রাসূল (ছাঃ) যে খাদ্যে মাছি পড়েছে, সে খাদ্যকে অপবিত্র বলেননি (বুখারী হা/৩৩২০)। তবে এ জাতীয় প্রাণী খাদ্যের ভিতর পড়লে যথাসম্ভব তুলে ফেলার পর খেতে হবে। কেননা তা ক্ষতিকর, অপবিত্র ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত (মায়েদা ৫/৪; আ‘রাফ ৭/১৫৭; বাহূতী, শারহুল মুনতাহা ১/১০৭)।
আত তাহরীক
আত তাহরীক