সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রবন্ধ পাশ্চাত্যের কিছু মতবাদ - ইন্টারফেইথ

Shuaib

Salafi

Salafi User
Threads
4
Comments
4
Reactions
65
Credits
20
ইন্টারফেইথ শব্দের অর্থ ‘আন্তঃধর্ম’। বর্তমান মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফেতনা হচ্ছে ইন্টারফেইথ। এর সম্পর্ক মূলগতভাবে পাশ্চাত্য বিশ্বাসগুলোর সাথে হলেও এটি অনেক আগেই একটি স্বতন্ত্র ও সক্রিয় মতবাদে রূপ নিয়েছে। ইন্টারফেইথের মূলকথা হলো, ইসলাম ছাড়া অন্যান্য ধর্মকেও ধর্মীয় মর্যাদা দেওয়া এবং অন্য ধর্মের জন্য মুসলিমদের মাঝে ধর্মীয় মর্যাদাবোধ ও সহানুভূতি প্রতিষ্ঠা করা। বিভিন্ন নামে এই মতবাদ মুসলিম সমাজে প্রচারিত হয়ে থাকে। যেমন: ইন্টারফেইথ ডায়ালগ, ইন্টারফেইথ হারমোনি, ইন্টারফেইথ এলায়েন্স ইত্যাদি।

পাশ্চাত্য আকিদা স্বাধীনতা ও সমতার সাথে ইন্টারফেইথ বিশ্বাস অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। পাশ্চাত্য স্বাধীনতার মূলকথা হলো, ভালো-মন্দ নির্ধারণ করার ক্ষেত্রে প্রত্যেকেই স্বাধীন। আর এই স্বাধীনতা ব্যবহার করে প্রত্যেকের নির্ধারিত চয়েজই সত্য এবং সমান। এটা হলো পাশ্চাত্য সমতা। ইন্টারফেইথের ক্ষেত্রে এই দুই বিশ্বাস কাজ করে। যে ব্যক্তি মেনে নেবে যে ‘ভালোমন্দ নির্ধারণ করার অধিকার যেকারো রয়েছে’; ‘ভালো- মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নয়'; 'আর প্রত্যেকের চয়েজ-করা বিষয়ই সত্য ও সমান'। সে তখন এটাও বিশ্বাস করবে যে, ‘প্রত্যেকের পালন-করা-ধর্মই সত্য এবং তা সমঅধিকার ও মর্যাদার দাবি রাখো। ইসলামকেই তখন সে একমাত্র সত্য হিসেবে মানবে না; অথচ মহান আল্লাহ বলেছেন,

إِنَّ الدِّينَ عِنْدَ اللهِ الْإِسْلَامُ​

- 'নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দীন ইসলাম।' (আল ইমরানঃ১৯)

দুঃখজনক হলেও সত্য, মুসলিমবিশ্বের অনেক আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব এবং রাষ্ট্রপ্রধান এসব সংগঠনের মূলে কাজ করছে কিংবা তাদের প্রোগ্রাম বাস্তবায়নে মূল ভূমিকা পালন করে যাচ্ছে।আবুধাবিতে ‘আব্রাহামিক ফ্যামিলি হাউজ' নামে যেই কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করা হয়, সেখানে সব ধর্মের উপাসনালয় একসাথে নির্মাণ করা হবে। 2022 সালে এই প্রজেক্টের কাজ সমাপ্ত হবে। এই প্রজেক্টটি একটি ইন্টারফেইথ প্রজেক্ট। এ ছাড়া রাশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে Temple of all Religions নামে কিছু উপাসনালয় তৈরি হচ্ছে, যেখানে সব ধর্মের উপাসনা হবে একসাথে। অত্যন্ত কৌশলে এখানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য। আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক কিছু সংগঠন আলেমদের নিয়ে ইন্টারফেইথ ডায়ালগ অনুষ্ঠান করছে। মাদরাসার আঙিনাতেও তারা এ ধরনের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতির নামে সাধারণ মুসলিমদের ইন্টারফেইথ বিশ্বাসের দীক্ষা দেওয়া হচ্ছে। কার্যতভাবে ইন্টারফেইথ সেক্যুলারিজমেরই ভিন্ন নাম।​
 
Top