একটি ভুল হতে পারে উহুদের..... মতো ফলাফল।
ইসলামী দূরদর্শিতা ইসলামিক চিন্তা কতটা গভীর প্রমাণ দেখুন। আজকের রাত্রি।
«سِتُّونَ سَنَةً مِنْ إِمَامٍ جَائِرٍ أَصْلَحُ مِنْ لَيْلَةٍ وَاحِدَةٍ بِلَا سُلْطَانٍ»
❝নেতাবিহীন একটি রাত্রি থাকার চেয়ে ষাট (৬০) বছর অত্যাচারী নেতার সাথে থাকা উত্তম❞
[মাজমু'আল ফতোয়া ২৮/৩৯১; শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া]
নেতাবিহীন একটি রাত্রি কাটানো উচিৎ নয়। এই জন্য মুহাম্মদ (সা) এর দুনিয়া থেকে বিদায়ের পরে যতক্ষণ খলিফা নির্বাচন হয়নি। ততক্ষণ দাফন কার্যক্রম বন্দ ছিলো প্রায় ৩ দিন। খলিফা তথা নেতা নির্বাচনের পরেই দাফন করা হয়েছে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।