‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

নিফাককে উমর (রা:) এর ভয়ের তীব্রতা

ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রাদিআল্লাহু আনহু) একবার হুজাইফা (রাদিআল্লাহু আনহু) -কে প্রশ্ন করেন :

তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি, রাসুলুল্লাহ কি মুনাফিকের তালিকায় আমার নাম বলেছেন? হুজাইফা বললেন, 'না'। আপনার পরে আর কারও ব্যাপারে আমি (নিফাক থেকে) পবিত্রতার ঘোষণা দেবো না। [আল-জাওয়াবুল কাফি : ৭৯ পৃ.]

সুবহানাল্লাহ! যিনি এই ভয় পাচ্ছেন, তিনি হলেন আমিরুল মুমিনিন, হক-বাতিলের পার্থক্য নিরূপণকারী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির অন্যতম সাইয়িদুনা উমর বিন খাত্তাব।

তাঁর ভয়ের মাত্রা এত বেশি ছিল যে, তিনি নিজের আংটির ওপর খোদাই করে লিখেছিলেন : হে উমর, মৃত্যুই উপদেশের জন্য যথেষ্ট। [আল-বিদায়া ওয়ান নিহায়া : ৭/১৪৭]
 

zazabor

Member

Threads
0
Comments
20
Reactions
5
Credits
5
ওমর রাঃ এর জীবনী যতবার পড়ি পড়তেই মনে চায়।
 

Share this page