নিজের দ্বীনকে কারো শক্তির কাছে বিকিয়ে দিও না। বরং যার দলীল প্রমাণ শক্তিশালী, তার কাছেই ন্যস্ত করো।
আব্দুর রাযযাক সানআনী বলেন: "আমাকে ইবরাহীম বিন আবু ইয়াহয়া বলল, তোমাদের কাছে তো আমি মুতাযিলাদের অনেককেই দেখতে পাচ্ছি!
আমি বললাম: হ্যাঁ, তাদের মতে তুমিও তাদের একজন!!
সে বলল: তুমি কি এই দোকানের ভিতরে আসবে, এ বিষয়ে কথা বলব?
আমি বললাম: নাহ।
সে বলল: কেন?
আমি বললাম: কারণ অন্তর দুর্বল। আর দ্বীন তো (যুক্তিতর্কে) বিজয়ী হলেই গ্রহণীয় নয়।
শায়খ সুলায়মান আর-রুহায়লী হাফিযাহুল্লাহ।
আব্দুর রাযযাক সানআনী বলেন: "আমাকে ইবরাহীম বিন আবু ইয়াহয়া বলল, তোমাদের কাছে তো আমি মুতাযিলাদের অনেককেই দেখতে পাচ্ছি!
আমি বললাম: হ্যাঁ, তাদের মতে তুমিও তাদের একজন!!
সে বলল: তুমি কি এই দোকানের ভিতরে আসবে, এ বিষয়ে কথা বলব?
আমি বললাম: নাহ।
সে বলল: কেন?
আমি বললাম: কারণ অন্তর দুর্বল। আর দ্বীন তো (যুক্তিতর্কে) বিজয়ী হলেই গ্রহণীয় নয়।
শায়খ সুলায়মান আর-রুহায়লী হাফিযাহুল্লাহ।