আল-জাল্লালাহ হলো সেসকল প্রাণী, যারা নাজাসাত (নাপাক বা অপবিত্র বস্তু) খেয়ে থাকে। এসব প্রাণী পবিত্র করার উপায় হলো কয়েক দিন আটকে রাখা যেন তারা কোনো নাজাসাত খেতে না পারে। কোনো হালাল প্রাণী নাজাসাত ভক্ষণ করার পর তাৎক্ষণিকভাবে সে প্রাণী যবেহ করলে সে প্রাণী খাওয়া হালাল নয়। এজন্য হালাল প্রাণী নাজাসাত ভক্ষণ করার পর তাৎক্ষণিকভাবে সে প্রাণী যবেহ না করে কয়েক দিন আটকে রেখে সে প্রাণী পবিত্র করে যবেহ করতে হবে। তা হলে সে প্রাণীর গোশত খাওয়া ও দুধ পান করা হালাল হবে। এ সম্পর্কে ‘আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, “রাসূলুল্লাহ (স,.) বিষ্ঠা ভক্ষণে অভ্যস্ত পশুর গোশত খেতে ও তার দুধ পান করতে নিষেধ করেছেন।” (বুখারী, হা. ২৩৫)
‘আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু 'আনহুমা জাল্লালাহ বা নাজাসাত খায় এমন প্রাণী যবেহের পূর্বে তিন দিন আটকে রাখতেন। অতঃপর যবেহ করে ভক্ষণ করতেন।
সূত্র: বই- ফিকহুত তাহারাত (শাইখ ড. মানজুরে ইলাহী)
‘আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু 'আনহুমা জাল্লালাহ বা নাজাসাত খায় এমন প্রাণী যবেহের পূর্বে তিন দিন আটকে রাখতেন। অতঃপর যবেহ করে ভক্ষণ করতেন।
সূত্র: বই- ফিকহুত তাহারাত (শাইখ ড. মানজুরে ইলাহী)