উত্তর : বিনা কারণে জীব-জন্তু হত্যা করা শরী'আতে নিষিদ্ধ। কিন্তু যে সকল প্রাণী মানুষের ক্ষতি করে সেগুলো মারার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাপ ক্ষতিকর প্রাণী। সেকারণ রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি সাপের ভয়ে সাপ হত্যা করল না, সে আমার শরী'আতের অন্তর্ভুক্ত নয়।
- (আবুদাউদ হা/৫২৪৯; মিশকাত হা/৪১৪০)।
তিনি বলেন, 'তোমরা সকল প্রকার সাপ মেরে ফেল। বিশেষ করে পিঠে দু'টি কালো রেখা বিশিষ্ট এবং লেজ কাটা সাপ অবশ্যই মারবে।
কেননা এ সাপ চোখের জ্যোতি নষ্ট করে দেয় এবং নারীদের গর্ভপাত ঘটায়।
(বুখারী হা/৩২৯৭; মুসলিম হা/২২৩৩; মিশকাত হা/৪১১৭)।
সূত্র: মাসিক আত-তাহরীক।