হাসান বসরী (রহ.) বলতেন, "আমাদের মতো লোকদের জন্য নফল আমলের অতিরিক্ত কোনো সওয়াব নেই। কারণ, আমাদের নফল আমলের সওয়াব দ্বারা ফরজ আমলের ঘাটতি ও ত্রুটি পূরণ করা হয়। নফল আমল তো তাদের জন্য যাদের ফরজে কোনো ত্রুটি নেই"
(তামবীহুল মুগতাররীন, পৃ: ২০৪)
('সালাফদের আখলাক' বই থেকে, পৃ: ১১২; আযান প্রকাশনী)
(তামবীহুল মুগতাররীন, পৃ: ২০৪)
('সালাফদের আখলাক' বই থেকে, পৃ: ১১২; আযান প্রকাশনী)