ইবনু আব্বাস (রাদিআল্লাহু আনহু) এর সূত্রে বর্ণিত একটি হাদীসে তিনি বলেন –
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এক ছোট মেয়ের মৃত্যুর সময় উপস্থিত হলো তখন তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর তার শরীরে হাত রাখলেন। আল্লাহর রাসূলের সামনেই তার মৃত্যু হলো। এ দৃশ্য দেখে উম্মু আইমান কেঁদে ফেললেন। আমি বললাম, 'আপনি কাঁদছেন অথচ রাসূলুল্লাহ আপনার সামনে?' উম্মু আইমান বললেন, 'আমি কেন কাঁদব না, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁদছেন!' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমি কাঁদছি না। এটা তো রহমত।' এরপর তিনি বললেন, 'মুমিনের সকল অবস্থা-ই কল্যাণকর। তার শরীর থেকে আত্মা বেরিয়ে যায় এমন অবস্থায়, যখন সে আল্লাহর প্রশংসা করছে।'
– সুনানে নাসায়ী: ১৮৪৩ (সহীহ)
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এক ছোট মেয়ের মৃত্যুর সময় উপস্থিত হলো তখন তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর তার শরীরে হাত রাখলেন। আল্লাহর রাসূলের সামনেই তার মৃত্যু হলো। এ দৃশ্য দেখে উম্মু আইমান কেঁদে ফেললেন। আমি বললাম, 'আপনি কাঁদছেন অথচ রাসূলুল্লাহ আপনার সামনে?' উম্মু আইমান বললেন, 'আমি কেন কাঁদব না, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁদছেন!' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমি কাঁদছি না। এটা তো রহমত।' এরপর তিনি বললেন, 'মুমিনের সকল অবস্থা-ই কল্যাণকর। তার শরীর থেকে আত্মা বেরিয়ে যায় এমন অবস্থায়, যখন সে আল্লাহর প্রশংসা করছে।'
– সুনানে নাসায়ী: ১৮৪৩ (সহীহ)