ইমামুল হারামাইন আবু আলী আল জুওয়াইনী (রাহিমাহুল্লাহ) বলেন :
দুনিয়ার বিপদাপদ মূলত বান্দার পক্ষে শোকর আদায়ের বিষয়। এগুলোও প্রকৃতপক্ষে আল্লাহর নেআমত। তার প্রমাণ এই যে, বিপদাপদ বান্দার জন্য অনেক অনেক কল্যাণ, প্রচুর সওয়াব ও মহৎ উদ্দেশ্য বয়ে আনে, যার তুলনায় আপতিত বালা-মুছীবত কিছুই না।
– মানাবী, ফায়যুল ক্বাদীর : ২/১৩৩
দুনিয়ার বিপদাপদ মূলত বান্দার পক্ষে শোকর আদায়ের বিষয়। এগুলোও প্রকৃতপক্ষে আল্লাহর নেআমত। তার প্রমাণ এই যে, বিপদাপদ বান্দার জন্য অনেক অনেক কল্যাণ, প্রচুর সওয়াব ও মহৎ উদ্দেশ্য বয়ে আনে, যার তুলনায় আপতিত বালা-মুছীবত কিছুই না।
– মানাবী, ফায়যুল ক্বাদীর : ২/১৩৩