উত্তর : না, দাদার আগে ছেলে মারা গেলে নাতিরা কোন সম্পত্তির ভাগ পাবে না। কেননা সম্পদের অংশ বণ্টনের বিষয়টি এরূপ যে, একজনের উপস্থিতিতে অন্যজন অংশ হতে বঞ্চিত হয়। যেমন ছেলের উপস্থিতিতে ছেলের ছেলে বঞ্চিত হয়।
- ফিক্বহুস সুন্নাহ (খন্ড : ৪, পৃষ্ঠা : ৩৪৪)
অনেক সময় একজনের উপস্থিতিতে অন্যজন সম্পদ কম পায়। যেমন- স্ত্রী স্বামীর সম্পদের চার ভাগের এক ভাগ পায়। তবে স্বামীর কোন ছেলে-মেয়ে থাকলে আট ভাগের এক ভাগ পায়।
- সূরা : আন-নিসা (আয়াত : ১২)
আবার ছেলে-মেয়ে থাকলে মা পায় ৬ ভাগের এক ভাগ আর ছেলে-মেয়ে না থাকলে ৩ ভাগের এক ভাগ।
- সূরা : আন-নিসা (আয়াত : ১২)
তবে প্রশ্নে উল্লেখিত অবস্থায় দাদা তার নাতির জন্য অছিয়ত করে যেতে পারে।
- ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ (খন্ড : ১৬, পৃষ্ঠা : ৩২২)
- ফিক্বহুস সুন্নাহ (খন্ড : ৪, পৃষ্ঠা : ৩৪৪)
অনেক সময় একজনের উপস্থিতিতে অন্যজন সম্পদ কম পায়। যেমন- স্ত্রী স্বামীর সম্পদের চার ভাগের এক ভাগ পায়। তবে স্বামীর কোন ছেলে-মেয়ে থাকলে আট ভাগের এক ভাগ পায়।
- সূরা : আন-নিসা (আয়াত : ১২)
আবার ছেলে-মেয়ে থাকলে মা পায় ৬ ভাগের এক ভাগ আর ছেলে-মেয়ে না থাকলে ৩ ভাগের এক ভাগ।
- সূরা : আন-নিসা (আয়াত : ১২)
তবে প্রশ্নে উল্লেখিত অবস্থায় দাদা তার নাতির জন্য অছিয়ত করে যেতে পারে।
- ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ (খন্ড : ১৬, পৃষ্ঠা : ৩২২)
Last edited by a moderator: