এক ব্যক্তি তাক্বদীর সম্পর্কে বিতর্ক করার জন্য ইমাম আবূ হানীফার নিকট এল । তিনি তাকে বললেন, 'তুমি কি জানো? তাক্বদীরে দৃষ্টিপাতকারী ভরদুপুরে সূর্যের দিকে দৃষ্টিপাতকারীর মত? যতই সে নজর বাড়াবে ততই তার দৃষ্টি ঘোলাটে হয়ে আসবে’?
- ক্বালাইদু উকূদিল ইক্বয়ান, পৃ: ৭৭
- ক্বালাইদু উকূদিল ইক্বয়ান, পৃ: ৭৭