If you're in doubt ask الله.
Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
তাওহীদের সংজ্ঞা: তাওহীদ হলো- ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা। এটাই রাসূলগণের দ্বীন, যা দিয়ে আল্লাহ্ তা'আলা তাদেরকে প্রেরণ করেছিলেন। আল্লাহ্ বলেনঃ
১. সূরা নাহাল-৩৬
وَلَقَدْ بَعَثْنَا فِى كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطّٰغُوتَ
“এবং প্রত্যেক জাতির নিকট আমরা একজন করে রাসুল (দূত) প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহ্র ইবাদত কর এবং তাগূত থেকে দূরে থাক।”১তাওহীদের প্রকার ভেদ:
তাওহীদ তিন ভাগে বিভক্ত:১) তাওহীদে রুবূবিয়্যাহ বা (রবের একত্ববাদ)
২) তাওহীদে উলুহিয়্যাহ বা (দাসত্বের একত্ববাদ)
৩) তাওহীদে আসমা ওয়াসিফাত বা (নাম ও গুণাবলীর একত্ববাদ)
১. সূরা নাহাল-৩৬