ইমাম আবূ হানীফা (রাহ) বলেছেন: “যদি কোনো মানুষের কাছে ‘ইলমুত তাওহীদ’ বা আকীদার খুঁটিনাটি বিষয়ের সুক্ষ্ম তথ্য অস্পষ্ট হয়ে পড়ে তবে তার দায়িত্ব এই যে, তৎক্ষণাৎ এ বিষয়ে আল্লাহর নিকট যা সঠিক তাই আমার বিশ্বাস-এরূপ বিশ্বাস পোষণ করবে। এরপর যথাশীঘ্র সম্ভব কোনো আলিমকে জিজ্ঞাসা করে সঠিক তথ্য জেনে নিবে । সঠিক তথ্য জানার বিষয়ে অনুসন্ধান করতেদ দেরি করা তার জন্য বৈধ নয় । এরূপ বিষয়ে ‘দাঁড়িয়ে থাকা’ বা ‘বিরত থাকা’, অর্থাৎ ‘জানিও না এবং জানবও না বলে থেমে থাকা’, বা ‘কিছুই জানি না কাজেই কিছুই বিশ্বাস করব না’ এরূপ কথা বলা তার জন্য কোনো ওযর বলে গৃহীত হবে না। কেউ যদি এরূপ দাঁড়িয়ে থাকে বা বিরত থাকে তবে তা কুফরী বলে গণ্য হবে।”
--- আল ফিকহুল আকবার : বঙ্গানুবাদ ও ব্যাখ্যা (শাইখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর), পৃ: ৪৯৬-৪৯৭
--- আল ফিকহুল আকবার : বঙ্গানুবাদ ও ব্যাখ্যা (শাইখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর), পৃ: ৪৯৬-৪৯৭
Last edited: