জনৈক ব্যক্তি তার কৃত গুনাহের কারণে খুব মর্মপীড়ায় ভুগছিল। সে ইবনে মাসউদ (রাদিআল্লাহু আনহু)-এর নিকট এসে বলল, 'আমার জন্য তাওবার সুযোগ আছে কিনা?' ইবনে মাসউদ (রাদিআল্লাহু আনহু) মুখ ফিরিয়ে নিলেন। কিছুক্ষণ পর ফিরে দেখতে পেলেন, লোকটির দু'চোখ বেয়ে অশ্রু ঝরছে। তখন তিনি বললেন, 'জান্নাতের দরজা আটটি। সেগুলো কখনো খুলে দেওয়া হয়; আর কখনো বন্ধ রাখা হয়। কিন্তু তাওবার দরজা এর ব্যতিক্রম। এটি সবার জন্য সব সময় উন্মুক্ত থাকে। সেখানে একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, যেন দরজাটি কখনো বন্ধ হয়ে না যায়। সুতরাং সৎকর্ম করে যাও এবং কক্ষনো নিরাশ হয়ো না।
– আল ইহইয়া : ৪/১৬
– এসো তাওবার পথে, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন