• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

তর্কশাস্ত্র (কালাম) কারণে অবিশ্বাস, সন্দেহ, বিদ'আত, পথভ্রষ্টতা এবং বিভ্রান্তির সৃষ্টি হয় |

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
155
Comments
234
Solutions
1
Reactions
1,566
Credits
1,460
❝তর্কশাস্ত্র (কালাম) কারণে অবিশ্বাস, সন্দেহ, বিদ'আত, পথভ্রষ্টতা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়।❞

(পর্বঃ-১)

▪️জেনে রেখ যে, আল্লাহ তা’আলা তোমার প্রতি অনুগ্রহ করুন! অবিশ্বাস বা নাস্তিক্যবাদ বলতে কিছুই ছিল না, দীনের মধ্যে কোন প্রকার কুফর, সংশয়, বিদ'আত, বিপথগামীতা এবং গন্তব্যহীনতা বলতেও কোনো কিছু ছিল না। এগুলো সবই উৎপন্ন হয়েছে কালাম বা তর্কশাস্ত্র, এই শাস্ত্রের চর্চাকারীগণ এবং অনর্থক বিতর্ক ও ঝগড়া-বিবাদ থেকে। আশ্চর্যের ব্যাপার হলো, একজন মানুষ কীভাবে ঝগড়া-বিবাদ ও অনর্থক বিতর্কে জড়ানোর স্পর্ধা দেখায়! অথচ আল্লাহ তা'আলা বলেছেন: ❝আল্লাহর আয়ত নিয়ে শুধুমাত্র তারাই অনর্থক বিতর্কে লিপ্ত হয়, যারা কুফরে লিপ্ত হয়েছে।❞ সূরা গাফির; ০৪। তোমার জন্য আবশ্যক হল দীনের সঙ্গে সংশ্লিষ্ট সকল (ছ্বহীহ) বর্ণনা-বিবৃতি ও এগুলোর বর্ণনাকারীদেরকে নির্দ্বিধায় মেনে নেওয়া, সন্তুষ্ট হওয়া, এগুলোর (ছ্বহীহ বর্ণনাগুলো) ব্যাপারে সমালোচনা হতে নিজেকে গুটিয়ে নেওয়া এবং মুখ বন্ধ করে রাখা।

বই:- শারহুস সুন্নাহ ৮৩ -ইমাম আল বারবাহারী
 

Attachments

  • FB_IMG_1727025278902.webp
    FB_IMG_1727025278902.webp
    82.8 KB · Views: 16
Top