উত্তর : (কারো স্মরণে) কিছু সময় নীরবতা পালন করা সঠিক নয় এবং এটি এক ধরণের বিদআত (নব্য আমল/কর্ম)। যার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীদের যুগে পাওয়া যায় না। হতে পারে এটি কিছু জাহেল (মূর্খ) মুসলিমদের দ্বারা শুরু হয়েছে যারা কাফেরদের অনুকরণ করে থাকে।
যারা মৃতদের জন্যে কিছু করতে চায় (মাগফিরাতের জন্যে), তাদের উচিত মৃতদের জন্যে দো'য়া করা, দান করা, তাঁদের ভালো কর্মগুলোকে প্রকাশ করা এবং তাঁদের মন্দ কাজগুলোকে গোপন রাখা এবং এমন সব কিছু করা যা শরীয়াহ সম্মত; কিছু সময় দাঁড়িয়ে থাকা কবুলযোগ্য কোনো আমল নয়।
আল্লাহ সুবহানাল্লাহু তা'য়ালাই ভালো জানেন।
– ইসলাম ওয়েব (ওয়েবসাইট), ফাতাওয়া নং : ২৪৮৪০
অনুবাদ : মুহাম্মদ নিজাম উদ্দিন