মূসা আলাইহিস সালাম-এর মৃত্যুর পর বানূ ইসরাঈলের দায়িত্ব পান তারই শিষ্য ইউশা ইবনু নূন। ৪০ বছরের আল্লাহর আযাব শেষ হলে তিনি তাদেরকে নিয়ে জেরুযালেম বিজয় করার জন্য রওনা দেন। যুদ্ধ শুরু হয়। প্রবল যুদ্ধের এক পর্যায়ে শুক্রবারের দিন বিকেল বেলা তারা যুদ্ধ জয়ের অতি নিকটে পৌঁছে যায়। কিন্তু তাদের দ্বীনের বিধান ছিল শনিবারের পবিত্র দিনে যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে। আর শুক্রবার দিনের সূর্য ডুবে গেলে শনিবার শুরু হয়ে যাবে এবং তারা এই যুদ্ধ আর চলমান রাখতে পারবে না। তখন ইউশা ইবনু নূন মহান আল্লাহর নিকট দু‘আ করলেন এবং সূর্যকে লক্ষ্য করে বললেন, إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ، اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا ‘হে সূর্য! তুমি আল্লাহর আদেশে আদিষ্ট আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। হে আল্লাহ! আপনি এই সূর্যকে আমাদের জন্য থামিয়ে দিন’। — ছহীহ বুখারী, হা/৩১২৪
অতঃপর মহান আল্লাহ পৃথিবীর ইতিহাসে এই প্রথমবারের মতো সূর্যকে থামিয়ে দিলেন। শুধু জেরুযালেম বিজয় সম্পন্ন করতে দেওয়ার জন্য। আল্লাহু আকবার! রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إِنَّ الشَّمْسَ لَمْ تُحْبَسْ عَلَى بَشَرٍ إِلاَّ لِيُوشَعَ لَيَالِىَ سَارَ إِلَى بَيْتِ الْمَقْدِسِ ‘সূর্য কখনো কোনো মানুষের জন্য থেমে যায়নি, একমাত্র ইউশা ইবনু নূনের জন্য কিছু সময় ছাড়া— যখন তিনি বায়তুল মাক্বদিস বিজয় করতে অগ্রসর হয়েছিলেন’। — মুসনাদে আহমাদ, হা/৮২৯৮
— মাসিক আল ইতিছাম, নভেম্বর ২০২৩