সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

হজ্জ ও উমরা জীবনে একবার উমরাহ করা ফরজ নাকি সুন্নাহ?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
849
Comments
998
Reactions
9,467
Credits
4,277
উত্তরঃ এ বিষয়ে মতানৈক্য রয়েছে।
ইমাম শাফেয়ি ও ইমাম আহমদ ইবনে হাম্মল (রাঃ) এর নিকট উমরা করা ওয়াজিব। প্রমাণ: পবিত্র কুরআনের বাণী ‘ وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ -তোমরা আল্লাহর জন্য হজ্জ ও উমরা পূর্ণ কর।’ (বাকারা, ১৯২) এই অভিমতের পক্ষে বেশ কিছু হাদিসও রয়েছে তন্মধ্যে কয়েকটি হল নিম্নরূপ—

  1. এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)এর কাছে এসে বললেন আমার পিতা খুব বৃদ্ধ। তিনি হজ্জ-উমরা করতে অপারগ, এমনকী সফরও করতে পারেন না। উত্তরে রাসূলুল্লাহ (ﷺ)বললেন, ‘তোমার পিতার পক্ষ থেকে হজ্জ ও উমরা পালন করো (আবু দাউদ : হাদিস নং ১৮১০; তিরমিযী : হাদিস নং ৯৩০)
  2. কোনো কোনো বর্ণনায় হাদিসে জিব্রিলের একাংশে এসেছে (وأن تحج وتعتمر -তুমি হজ্জ করবে ও উমরা করবে) [ইবনে হিববান : হাদিস নং ১৭৩ ; দারা কুতনী : ২/২৮২]
  3. আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞাসা করলেন, নারীর ওপর কি জিহাদ ফরজ? উত্তরে রাসূলুল্লাহ (ﷺ)বললেন, তাদের ওপর জিহাদ আছে যে জিহাদে কিতাল (যুদ্ধ) নেই। আর তা হল হজ্জ ও উমরা।[ আহমদ : ২/১৬৫ ; ইবনে মাজাহ : হাদিস নং ২৯০১]
  4. হাদিসে এসেছে, ‘হজ্জ ও উমরা দুটি ফরজ কর্ম। এতে কিছু যায় আসে না যে তুমি কোনটি দিয়ে শুরু করলে।’[দারা কুতনী : হাদিস নং ২১৭ ]
  5. ইবন উমর (রাদি.) বলেন, "প্রত্যেকের উপর একবার হজ্জ ও একবার উমরাহ করা ওয়াজিব, যা অবশ্যই আদায় করতে হবে। যে এরপর অতিরিক্ত করবে, তা হবে উত্তম ও নফল" (ইবনে খুযায়মা, হা. ৩০৬৬; হাকেম, হা. ১৭৩২)
  6. জাবের (রাঃ) বলেন, "আল্লাহর প্রতিটি মাখলুখ (সামর্থবান মানুষ) এর উপর অবশ্যই উমরাহ করা ওয়াজিব" (ইবনে খুযায়মা, হা. ৩০৬৮)
  7. ইবনে আব্বাস (রাঃ) বলেন, "হজ্জ ও উমরাহ উভয়টা ওয়াজিব" (মুহালাঃ ৫/৮)
ইমাম আবু হানিফা (রহ.) এর মতানুসারে উমরা করা সুন্নত। প্রমাণ, জাবের (রাঃ) থেকে বর্ণিত হাদিস: উমরা করা ওয়াজিব কি-না রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞাসা করা হয়েছে। উত্তরে তিনি বলেছেন, না; তবে যদি উমরা করো তা হবে উত্তম।

'সামর্থবান হলে জীবনে একবার উমরাহ করা ফরজ'--- সাবেক সৌদি গ্রান্ড মুফতি শাইখ বিন বায (ফতওয়া বিন বায, ১৬/৩৫৫); সাবেক সৌদি স্থায়ী ফতোয়া কমিটির সদস্য শাইখ ইবনে উসাইমিন (শারহ মুমতি, ৭/৯); ফতওয়া লাজনা আদ দায়েমাহ, ১১/৩১৭

তথ্যসূত্রঃ ইসলাম হাউজ.কম ও ইসলাম কিউএ. ইনফো
 
Last edited:
Top