পালক সন্তানের নামকরণের ব্যাপারে কুরআনের নির্দেশনা হল, ‘তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক; আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। অতঃপর যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই এবং তোমাদের বন্ধু’ (সূরা আল-আহযাব : ৫)।
অতএব পালনকারী নারী-পুরুষকে নিজের বাবা-মা বলে পরিচয় দেয়া যাবে না। আর পিতৃ পরিচয়হীন পালক সন্তানকে পিতার দিকে সম্পৃক্ত করতে হলে আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন আব্দুর রহীম এ ধরনের নামে নামকরণ করতে হবে (শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ দার্ব, ১৯তম খণ্ড, পৃ. ৩৪৭-৩৪৯)।
অতএব পালনকারী নারী-পুরুষকে নিজের বাবা-মা বলে পরিচয় দেয়া যাবে না। আর পিতৃ পরিচয়হীন পালক সন্তানকে পিতার দিকে সম্পৃক্ত করতে হলে আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন আব্দুর রহীম এ ধরনের নামে নামকরণ করতে হবে (শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ দার্ব, ১৯তম খণ্ড, পৃ. ৩৪৭-৩৪৯)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: