‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

যাকাত ও ফিতরা ছাগলের নিছাবের পরিমাণ

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
755
Comments
892
Reactions
8,194
Credits
3,991
নবী (সা.) বলেছেন, "চরে বেড়ানো ছাগল ৪০ এর কম হলে তাতে কোনো যাকাত নেই" (বুখারী, হা/১৪৫৪)

৪০ টি থেকে ১২১ টি পর্যন্ত ছাগলে একটি ছাগল যাকাত দেয়া ফরয।

আর ছাগলের পরিমাণ ১২১ টি হলে তাতে দুটি ছাগল দিতে হবে, এই পরিমাণই দিতে হবে ছাগলের সংখ্যা ২০১ হওয়া পর্যন্ত।

আর ছাগলের পরিমাণ ২০১ হলে তাতে তিনটি ছাগল দিতে হবে, ছাগলের সংখ্যা ৩০১ হওয়া পর্যন্ত।

তারপর প্রতি ১০০ ছাগলে একটি করে ছাগল দিতে হবে।
(সহীহ বুখারী, হা/১৪৫৪)


[সূত্র: 'আদ দুরার আল বাহিয়্যাহ' বই (মাকতাবাতুস সুন্নাহ), 'যাকাত' অধ্যায়]
 
Last edited:

Share this page