ইমাম ইবনু হাযম (রাহিমাহুল্লাহ) বলেন,
"স্পর্শকাতর বিষয়ে চুপচাপ থাকা কতই না চমৎকার বিষয়। কতশত লোক তাদের জবানের কারণে ধ্বংস হয়ে গেছে, তথাপি নীরাবতার কারণে একজনকেও দেখলাম না তলিয়ে যেতে। কাজেই, আল্লাহর নৈকট্য হাসিল হয় এমন বিষয় ব্যতীত অন্যকোন বিষয়ে টু শব্দটিও করো না।"
"স্পর্শকাতর বিষয়ে চুপচাপ থাকা কতই না চমৎকার বিষয়। কতশত লোক তাদের জবানের কারণে ধ্বংস হয়ে গেছে, তথাপি নীরাবতার কারণে একজনকেও দেখলাম না তলিয়ে যেতে। কাজেই, আল্লাহর নৈকট্য হাসিল হয় এমন বিষয় ব্যতীত অন্যকোন বিষয়ে টু শব্দটিও করো না।"
[রাসা'ইল ইবনু হাযম আল আন্দালুসি, ১/৪০২]