Active member
আবুল লায়েছ সামারকান্দী (রহঃ) বলেন, نُورُ الْقَلْبِ مِنْ أَرْبَعَةِ أَشْيَاءَ: بَطْنٌ جَائِعٌ، وَصَاحِبٌ صَالِحٌ، وَحِفْظُ الذَّنْبِ الْقَدِيْمِ، وَقِصَرُ الْأَمَلِ ‘চারটি কাজের মাধ্যমে অন্তর্জগত আলোকিত হয়- (১) ক্ষুধার্ত পেট [অর্থাৎ আহার করার সময় কিছু অংশ খালি রাখা এবং হালাল খাদ্য হ’লেও উদরপূর্তি করে না খাওয়া] (২) সৎ সঙ্গী (৩) অতীতের গুনাহের পুনরাবৃত্তি না করা (৪) পার্থিব আশা-আকাঙ্খা হ্রাস করা’।