Golam Rabby Knowledge Sharer ilm Seeker HistoryLover Q&A Master Salafi UserTop Active User Threads 870 Comments 1,022 Reactions 9,745 Credits 4,389 Jan 18, 2023 #1 ৩০ টি গোরুতে একটি তাবী (যেই গোরু এক বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে) অথবা তাবী'আ (যেই গাভী এক বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে) দেয়া ফরয। আর প্রতি ৪০ টিতে একটি করে মুসিন্নাহ (যেই গাভী দ্বিতীয় বছর পার করে তৃতীয় বছরে পদার্পণ করেছে) দিতে হবে। তারপর এভাবে চলতে থাকবে। (আবু দাউদ, হা/১৫৭৬; তিরমিজি, হা/ ৬২৩; নাসায়ী, হা/২৪৭৭; ইবনে মাজাহ, হা/ ১৮০৩) আদ দুরার আল বাহিয়্যাহ (মাকতাবাতুস সুন্নাহ), 'যাকাত' অধ্যায় Last edited: Jun 4, 2023
৩০ টি গোরুতে একটি তাবী (যেই গোরু এক বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে) অথবা তাবী'আ (যেই গাভী এক বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে) দেয়া ফরয। আর প্রতি ৪০ টিতে একটি করে মুসিন্নাহ (যেই গাভী দ্বিতীয় বছর পার করে তৃতীয় বছরে পদার্পণ করেছে) দিতে হবে। তারপর এভাবে চলতে থাকবে। (আবু দাউদ, হা/১৫৭৬; তিরমিজি, হা/ ৬২৩; নাসায়ী, হা/২৪৭৭; ইবনে মাজাহ, হা/ ১৮০৩) আদ দুরার আল বাহিয়্যাহ (মাকতাবাতুস সুন্নাহ), 'যাকাত' অধ্যায়