প্রসিদ্ধ তাবেয়ী হাসান বছরী (রহিমাহুল্লাহ)-কে বলা হল অমুক ব্যক্তি আপনার গীবত করেছে। তখন তিনি গীবতকারীর উদ্দেশ্যে এক থালা মিষ্টান্ন উপহার পাঠালেন। আর বলে দিলেন, আমি শুনেছি আপনি আমাকে আপনার কিছু নেকী হাদিয়া দিয়েছেন। বিনিময়ে আমার উপহারটুকু গ্রহণ করবেন’। – আর-রিসালাতুল কুশাইরিয়্যাহ, ১/২৯২
– গীবত থেকে বাঁচার উপায় - আব্দুল্লাহ আল-মা‘রূফ