উমাইয়া খলীফা উমর বিন আব্দুল আজীজ (রাহিমাহুল্লাহ) তাঁর এক গভর্নরের উদ্দেশ্যে প্রেরিত পত্রে বলেন-
‘মাননীয় গভর্নর, আপনি সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে, নিয়ামত আরও বৃদ্ধি পাবে। আর শুকরিয়া আদায় না করলে, নিয়ামত হ্রাস পাবে।
গভর্নর! আপনি সর্বদা মৃত্যুকে স্মরণ করবেন। যেকোনো সময় মৃত্যু আপনাকে আপন করে নিতে পারে। পূর্বঘোষণা ছাড়াই আপনার জীবনের সূর্য ডুবে যেতে পারে। মৃত্যুর ফেরেশতা এসে যেকোনো সময় আপনার ঘরের সামনে দাঁড়াতে পারে। আপনার বিদায়-ঘণ্টা বাজাতে পারে।
আপনি বিভীষিকাময় কিয়ামতের কথাও স্মরণ রাখবেন। এতে আপনার হৃদয়ে দুনিয়ার প্রতি আকর্ষণ কমে আসবে এবং আখিরাতের ভয় জাগ্রত হবে।
গভর্নর, আপনি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বেন না। দুনিয়ার সাথে নিবিড়ভাবে জড়াবেন না। এমনকি দুনিয়াপ্রেমীদের থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। তবে যতটুকু প্রয়োজন, সেটুকুর সঙ্গে ন্যূনতম সম্পর্ক রাখবেন। এতে বিশেষ কোনো সমস্যা হবে না। মহান রবের শপথ, এভাবে চলতে পারলে আপনার পার্থিব ব্যস্ততা অনেকাংশেই হ্রাস পাবে।
গভর্নর, আপনি সবসময় অজ্ঞতার ওপর জ্ঞানার্জনকে প্রাধান্য দেবেন। তাহলে ক্রমশ আপনার ইলম বাড়তে থাকবে। অনুরূপ, মিথ্যার ওপর সত্যকে প্রাধান্য দেবেন। তবেই কেবল সত্যের ওপর অবিচল থাকতে পারবেন। আমি মহান রবের দরবারে আমার এবং আপনার মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের রহমতের চাদরে জড়িয়ে রাখেন।
– আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৫
– হাসান আল বাসরি: জীবন ও কর্ম; সমকালীন প্রকাশন
বি. দ্র : সমকালীন সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।
‘মাননীয় গভর্নর, আপনি সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে, নিয়ামত আরও বৃদ্ধি পাবে। আর শুকরিয়া আদায় না করলে, নিয়ামত হ্রাস পাবে।
গভর্নর! আপনি সর্বদা মৃত্যুকে স্মরণ করবেন। যেকোনো সময় মৃত্যু আপনাকে আপন করে নিতে পারে। পূর্বঘোষণা ছাড়াই আপনার জীবনের সূর্য ডুবে যেতে পারে। মৃত্যুর ফেরেশতা এসে যেকোনো সময় আপনার ঘরের সামনে দাঁড়াতে পারে। আপনার বিদায়-ঘণ্টা বাজাতে পারে।
আপনি বিভীষিকাময় কিয়ামতের কথাও স্মরণ রাখবেন। এতে আপনার হৃদয়ে দুনিয়ার প্রতি আকর্ষণ কমে আসবে এবং আখিরাতের ভয় জাগ্রত হবে।
গভর্নর, আপনি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বেন না। দুনিয়ার সাথে নিবিড়ভাবে জড়াবেন না। এমনকি দুনিয়াপ্রেমীদের থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। তবে যতটুকু প্রয়োজন, সেটুকুর সঙ্গে ন্যূনতম সম্পর্ক রাখবেন। এতে বিশেষ কোনো সমস্যা হবে না। মহান রবের শপথ, এভাবে চলতে পারলে আপনার পার্থিব ব্যস্ততা অনেকাংশেই হ্রাস পাবে।
গভর্নর, আপনি সবসময় অজ্ঞতার ওপর জ্ঞানার্জনকে প্রাধান্য দেবেন। তাহলে ক্রমশ আপনার ইলম বাড়তে থাকবে। অনুরূপ, মিথ্যার ওপর সত্যকে প্রাধান্য দেবেন। তবেই কেবল সত্যের ওপর অবিচল থাকতে পারবেন। আমি মহান রবের দরবারে আমার এবং আপনার মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের রহমতের চাদরে জড়িয়ে রাখেন।
– আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৫
– হাসান আল বাসরি: জীবন ও কর্ম; সমকালীন প্রকাশন
বি. দ্র : সমকালীন সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।
Last edited: