উত্তর : ধন্যবাদ আপনাকে। খতনা দেওয়া সুন্নাত। খতনা উপলক্ষ্যে আত্মীয়স্বজনকে যদি খাওয়া দাওয়া ও দাওয়াত দেওয়া হয় সেটি জায়েজ আছে। এটি যদি ঘরোয়া পদ্ধতি হয় সেটা না জায়েজ কিছু নেই। তবে এটাকে সুন্নাহ হিসেবে ভাবার অবকাশ নেই। এটা অনেকদিন ধরে প্রচলিত। তাই শুধু প্রচলিত বলেই যদি দাওয়াত দিয়ে খাওয়ান তাতে সমস্যা নেই। কিন্তু যদি এটাকে সুন্নাহ ভাবেন তাহলে সেটা গুনাহ হবে। তখন সেটা বেদআত হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র প্রচলন হিসেবেই দাওয়াত দিতে পারেন। তাতে কোনো সমস্যা নেই।
উত্তর প্রদানে - ড. মুহাম্মদ সাইফুল্লাহ (সহযোগী অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি)
সূত্রঃ খতনায় মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো জায়েজ কি? | NTV Online - Salafi Forum URL Shortener
Last edited: