কোরিয়ান ভাষায় সংখ্যা গণনা করার জন্যে একটি মৌলিক সংখ্যা সিস্টেম ব্যবহার করা হয়। এটি দশমিক সিস্টেমের মতো একটি একটি সংখ্যা বা আঁকা প্রদান করেই নয়, বরং যথাক্রমে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, একাদশ, বারহ ইত্যাদি উচ্চারণ করে তা নির্দেশ করা হয়।
কোরিয়ান ভাষায় সংখ্যাগুলো নিম্নরূপে লিখা হয়:
1 - 하나 (hana)
2 - 둘 (dul)
3 - 셋 (set)
4 - 넷 (net)
5 - 다섯 (daseot)
6 - 여섯 (yeoseot)
7 - 일곱 (ilgop)
8 - 여덟 (yeodeol)
9 - 아홉 (ahop)
10 - 열 (yeol)
11 - 열 한 (yeol han)
12 - 열 둘 (yeol dul)
20 - 스물 (seumul)
21 - 스물 한 (seumul han)
30 - 서른 (seoreun)
40 - 마흔 (mahheun)
50 - 쉰 (swin)
60 - 예순 (yesun)
70 - 일흔 (ilheun)
80 - 여든 (yeodeun)
90 - 아흔 (aheun)
100 - 백 (baek)
200 - 이백 (ibaek)
300 - 삼백 (sambaek)
1000 - 천 (cheon)
2000 - 이천 (icheon)
10000 - 만 (man)
100000 - 십만 (shipman)
1000000 - 백만 (baekman)
10000000 - 천만 (cheonman)
100000000 - 억 (eok)
1000000000 - 십억 (sipeok)
10000000000 - 백억 (baekeok)
100000000000 - 천억 (cheoneok)
1000000000000 - 조 (jo)
এছাড়াও, কোরিয়ান ভাষায় দশমিক সংখ্যা প্রকাশের জন্যে দশমিক পয়েন্টের পাশে 점 (jeom) শব্দটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে দশমিক সংখ্যাগুলো প্রদানের জন্যে সাধারণতঃ সংখ্যাগুলোর উচ্চারণই ব্যবহার করা হয়।
অতঃপর তাদেরকে একটি যৌগিক করে বেঁধে দিলে এদের সাথে অন্য কয়টি সংখ্যার যোগফল বের করা যায়। প্রতিবারই উক্ত সংখ্যাগুলোর সাথে তাদের অনুচ্ছেদিকার নামগুলো ব্যবহার করা হয়। যেমন:
14 - 열 두 (yeol du) - 열 (yeol) এবং 둘 (dul) সংখ্যার সাথে যোগ করলে পাওয়া যায় এই সংখ্যাটির অনুচ্ছেদিকার নাম।
আশা করি উপরের তথ্যগুলো আপনার জন্যে কাজে লাগবে।