কেয়ামতের দিন কেবল তিনটি বিষয়ে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে না

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
888
Comments
1,042
Reactions
9,952
হাসান বসরী ও কাতাদা (রা:) বলেন, কেয়ামতের দিন কেবল তিনটি বিষয়ে বনী আদমকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এর বাইরে যা কিছু আছে, তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে; হিসাব নেওয়া হবে। তবে আল্লাহ কারও ব্যাপারে ব্যতিক্রম চাইলে সেটা ভিন্ন কথা। সেই তিনটি বিষয় হচ্ছে :

[১] যে কাপড়ের সাহায্যে সে তার সতর ঢেকে রাখে।

[২] যে রুটির টুকরো (খাবার) দিয়ে সে জীবন ধারণ করে।

[৩] যে ঘরের ছায়ায় সে বসবাস করে।

— তাফসীরে তবারী : ২৪/৫৮৬
 
Back
Top