জবাব: কেউ ইচ্ছাকৃতভাবে সাহু সাজদা না দিলে তার সালাত বাতিল হবে না, তবে সে গুনাহগার হবে। কারণ, আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহু সাজদা প্রদানের যে আদেশ দিয়েছেন, সে তা লঙ্ঘন করেছে। – তুরাসুল আলবানী ফিল ফিকহ, ৭/৩৪৭
– ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন: ২৯৬; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স