‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

কুরবানী কুরবানীর উদ্দেশ্য বা তাৎপর্য

fazlul haque

Member

Threads
5
Comments
6
Reactions
19
Credits
79
কুরবানীর উদ্দেশ্য বা তাৎপর্য হলো-
  • আল্লাহর দাসত্ব স্বীকার করা, যার নির্দেশ মহান আল্লাহ দিয়েছেন। এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তাঁর কাছে তোমাদের মনের তাকওয়া। (সূরা হাজ্জ: ৩৭)
  • ইবরাহীম (আ.)-এর সুন্নাতকে জীবিত রাখা।
  • আল্লাহর বিভিন্ন নিয়ামতের শুকরিয়া আদায় করা। তন্মধ্যে চতুষ্পদ জন্তুর নিয়ামতও রয়েছে। আল্লাহ তায়ালা
  • এরশাদ করেন- যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তাঁর দেয়া চতুষ্পদ জন্তু যবেহ করার সময়। (সূরা হাজ্জ: ২৮)
  • হজ্জের কিছু আমলে (কুরবানী) বিভিন্ন দেশের হাজ্জীদের অংশগ্রহণ।
  • পারিবারিকভাবে স্বচ্ছলতা, প্রতিবেশী আত্মীয়-স্বজনদের আপ্যায়ন, অসহায়দের মাঝে কুরবানীর দিনগুলোতে গোশত বিতরণ।


 

Share this page