কুরআনের আয়াত দিয়ে ডেকোরেশন করার বিধান
ডেকোরেশন বা সৌন্দর্য বর্ধনের জন্য কুরআনের আয়াত লটকানো শরীআতসিদ্ধ নয়। যারা এমন কাজ করে তারা শরীআতসম্মত কাজ করে না। কারণ, কুরআন দেওয়াল সাজানোর জন্য অবতীর্ণ হয়নি; বরং কুরআনে যে প্রজ্ঞা ও উত্তম উপদেশ আছে তার মাধ্যমে সুসংহত অন্তর নির্মাণ করার জন্য এসেছে।
ইমাম নাসিরুদ্দীন আল-আলবানী رحمه الله
[তুরাসুল আলবানী ফিল ফিকহ, ১৭/৭১৬, ফাতাওয়ায়ে আলবানী ৪৩৫]
ডেকোরেশন বা সৌন্দর্য বর্ধনের জন্য কুরআনের আয়াত লটকানো শরীআতসিদ্ধ নয়। যারা এমন কাজ করে তারা শরীআতসম্মত কাজ করে না। কারণ, কুরআন দেওয়াল সাজানোর জন্য অবতীর্ণ হয়নি; বরং কুরআনে যে প্রজ্ঞা ও উত্তম উপদেশ আছে তার মাধ্যমে সুসংহত অন্তর নির্মাণ করার জন্য এসেছে।
ইমাম নাসিরুদ্দীন আল-আলবানী رحمه الله
[তুরাসুল আলবানী ফিল ফিকহ, ১৭/৭১৬, ফাতাওয়ায়ে আলবানী ৪৩৫]