‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

আকিদা কুরআনকে মাখলুক বলা জাহমিয়্যাহ সম্প্রদায়ের প্রতি সালাফদের কঠোরতা

shafinchowdhury

Salafi

Salafi User
Threads
41
Comments
57
Reactions
705
Credits
223
সালাফ গণ কুরআনকে মাখলুক বলা ব্যক্তিদের পুলসিরাত পার হতে দেয়ার অনিচ্ছা পোষণ করতেন এবং গ লা কেটে দিতে চাইতেন!

কুরআনকে মাখলুক বলা ব্যক্তিদের নিয়ে ইমাম আহমাদ বিন হাম্বল, আবু বকর বিন আবি শাইবা, ইসহাক বিন রাহাওয়াইহ, ইহাইয়া বিন মা'ঈন প্রমুখ ব্যক্তিবর্গের উস্তাদ ইমাম আব্দুর রহমান বিন মাহদী রাহিমাহুল্লাহ বলেন,

আমার হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি পুলসিরাতে উঠে দাঁড়াতাম আর কুরআনকে মাখলুক বলে এমন কাউকেই পুলসিরাত পার হতে দিতাম না, বরং তার গ লা কেটে তাকে ফেলে দিতাম।
তিনি বলেন, ওয়াকী বলেছেন, তাকে তওবা করতে হবে।

حدثنا عبيد الله القواريري، قال عبد الرحمن بن مهدي " لو كان إلي الأمر لقمت على الجسر، فلا يمر أحد يقول: القرآن مخلوق، إلا ضربت عنقه والقيته، قال: وقال وكيع: يستتاب ".

আবু দাউদের বর্ণনাকৃত মাসাঈলুল ইমাম আহমাদ, ৩৫৮ পৃঃ, মাছআলা নং ১৭২২।

জাহমিয়্যাহ গণ আল্লাহর আরশে ইস্তিওয়াকে অস্বীকার করে, আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম এর সাথে কথোপকথনকে অস্বীকার করে, কুরআনকে মাখলুক বলে।

ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন,

একেরও অধিক ব্যক্তিবর্গ আব্দুর রহমান বিন মাহদী হতে বর্ণনা করেছে যে, জাহমিয়্যাহগণ আল্লাহর সাথে মুসার কথোপকথনকে অস্বীকার করতে চায় এবং আল্লাহর আর‍শে উঠাকেও। আমার মতে তাদেরকে তওবা করতে হবে, তওবা করলে ভালো নাহলে তাদের গ লা কেটে দিতে হবে।

ونقل غير واحد عن عبد الرحمن بن مهدي، قال: إن الجهمية أرادوا أن ينفوا أن يكون الله كلم موسى، وأن يكون استوى على العرش، أرى أن يستتابوا، فإن تابوا، وإلا ضربت أعناقهم.

সিয়ারু আল আমিন নুবালা, খণ্ড ৭, পৃঃ ৫৯২। অন্য সংস্করণে ৯ম খণ্ড, ১৯৯ পৃঃ। মাকতাবুশ শামেলা।

লেখা - সাফিন চৌধুরী।
© The Ideology Of Salaf (Facebook)
 

Attachments

  • 20230616_205014.webp
    130.7 KB · Views: 94
COMMENTS ARE BELOW

Share this page