আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী করিম (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই তোমরা শাসনক্ষমতা লাভের জন্য খুব আগ্রহী হবে। কিন্তু কিয়ামতের দিন তা লজ্জা ও আফসোসের কারণ হবে। দুধদানকারী হিসেবে (ক্ষমতার দিনগুলোতে নানা সুযোগ-সুবিধা ভোগের দিক দিয়ে) ক্ষমতা কতই না ভালো। কিন্তু ক্ষমতা থেকে অব্যাহতি কতই না নিকৃষ্ট পরিণামবহ।’ — বুখারি, হাদিস : ৭১৪৮
ইমাম ইবনে হাজার আসকালানি (রাহিমাহুল্লাহ) বলেন, ক্ষমতা দুধদানকারী পশুতুল্য। কারণ ক্ষমতা থাকলে পদ, পদবি, সম্পদ, হুকুমজারি, নানা রকম ভোগ-বিলাসিতা ও মানসিক তৃপ্তি অর্জিত হয়। কিন্তু মৃত্যু কিংবা অন্য কোনো কারণে ক্ষমতা যখন চলে যায়, তখন আর তা মোটেও সুখকর থাকে না। বিশেষত আখিরাতে যখন এ জন্য নানা ভীতিকর অবস্থার মুখোমুখি হতে হবে তখন ক্ষমতা মহা জ্বালা হয়ে দেখা দেবে। — ফাতহুল বারি : ১৩/১২৬
ইমাম ইবনে হাজার আসকালানি (রাহিমাহুল্লাহ) বলেন, ক্ষমতা দুধদানকারী পশুতুল্য। কারণ ক্ষমতা থাকলে পদ, পদবি, সম্পদ, হুকুমজারি, নানা রকম ভোগ-বিলাসিতা ও মানসিক তৃপ্তি অর্জিত হয়। কিন্তু মৃত্যু কিংবা অন্য কোনো কারণে ক্ষমতা যখন চলে যায়, তখন আর তা মোটেও সুখকর থাকে না। বিশেষত আখিরাতে যখন এ জন্য নানা ভীতিকর অবস্থার মুখোমুখি হতে হবে তখন ক্ষমতা মহা জ্বালা হয়ে দেখা দেবে। — ফাতহুল বারি : ১৩/১২৬