Active member
সুফিয়ান ইবনে উয়ায়না রহিমাহুল্লাহ বলেন কিয়ামতের দিন তিন প্রকার মানুষ সবচেয়ে বেশি আফসোস করবে ১. এমন ব্যক্তি যার একজন ক্রীতদাস ছিল যে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে উপস্থিত হবে। ২. এমন ব্যক্তি যার সম্পদ ছিল কিন্তু সে তার জীবদ্দশায় তা থেকে দান সাদকাহ করতে পারেনি তবে সে মারা গেলে তার উত্তরাধিকারীরা তা থেকে দান করেছে এবং ৩. এমন ব্যক্তি যে নিজে আলেম ছিল কিন্তু সে তার ইলম দ্বারা উপকৃত হতে পারেনি তবে সে অন্যদেরকে শিক্ষা দিয়েছিল এবং তারা সেই ইলম দ্বারা উপকৃত হয়েছে।
হিলয়াতুল আউলিয়া ৭/২৮৮
হিলয়াতুল আউলিয়া ৭/২৮৮