কাফেরদের দেশে সফরের হুকুম:
১. যদি কেউ সফর করে শরীয়ত সম্মত কাজের উদ্দেশ্যে যেমনঃ আল্লাহর পথে দাওয়াত বা এমন ইলম অর্জনের জন্য যা মুসলমানদের প্রয়োজন অথচ তা মুসলিম দেশে নেই তবে এটি শরীয়ত সম্মত সফর।
২. যদি কেউ সফর করে এমন চিকিৎসার জন্য যে চিকিৎসা মুসলিম দেশে নেই বা এ ধরণের কিছু তবে সে সফর জায়েয।
৩. তবে শুধু চিত্ত বিনোদন করার উদ্দেশ্যে সফর করা আর সেখানে অশ্লীলতা ও হারামের সম্মুখীন হয়ে প্রতিহত করার সামর্থ্য না থাকে এমন সফর অবশ্যই হারাম। (আল্লাহই অধিক জ্ঞাত)
১. যদি কেউ সফর করে শরীয়ত সম্মত কাজের উদ্দেশ্যে যেমনঃ আল্লাহর পথে দাওয়াত বা এমন ইলম অর্জনের জন্য যা মুসলমানদের প্রয়োজন অথচ তা মুসলিম দেশে নেই তবে এটি শরীয়ত সম্মত সফর।
২. যদি কেউ সফর করে এমন চিকিৎসার জন্য যে চিকিৎসা মুসলিম দেশে নেই বা এ ধরণের কিছু তবে সে সফর জায়েয।
৩. তবে শুধু চিত্ত বিনোদন করার উদ্দেশ্যে সফর করা আর সেখানে অশ্লীলতা ও হারামের সম্মুখীন হয়ে প্রতিহত করার সামর্থ্য না থাকে এমন সফর অবশ্যই হারাম। (আল্লাহই অধিক জ্ঞাত)
- তাওহীদুল ইবাদাহ - একমাত্র আল্লাহর ইবাদত তাৎপর্য ও বিশ্লেষণ, প্রথম অধ্যায়; (দারুল কারার পাবলিকেশন্স)
Last edited: