উত্তরঃ দুআ পাঠের সময় কবরকে সম্মুখীন করা যাবে না, বরং কিবলাকে সম্মুখীন করতে হবে। কারণ নবী (স.) কবরের দিকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। (মুসলিম) আর দুআ হলো ইবাদত। সুতরাং সালাতের ন্যায় দুআও কবরের দিকে মুখ করা যাবে না। (তালখীছ আহকামিল জানায়েয, পৃঃ ৮৩)
সূত্রঃ প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, প্রশ্ন নং ৮৪৪ (আছ ছিরাত প্রকাশনী)
সূত্রঃ প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, প্রশ্ন নং ৮৪৪ (আছ ছিরাত প্রকাশনী)