সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

হাদিস ও হাদিসের ব্যাখ্যা "কবর" নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
149
Comments
228
Solutions
1
Reactions
1,492
Credits
1,385
"কবর" নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা :-
১। কবরে সিজদাহ করা হারাম।
(বুখারী: ১৩৩০)

২। কবরকে মসজিদ বানানো হারাম।
(আবু দাউদ ৩২২৭,নাসায়ী ২০৪৭)

৩।। কবরের উপর বসা ও সালাত আদায় নিষিদ্ধ ।
(মুসলিম ২১৪০,নাসায়ী ২০৪৪)

৪। কবর পাকা করা, মাজার বানানো হারাম ।
(মুসলিম: ২১৩৫,আবু দাউদ ৩২২৫, নাসায়ী ২০২৮)

৫। কবরের উপর মোমবাতি জ্বালানো হারাম ।
(নাসায়ী ২০৪৩)

৬। কবরের উপর লিখা হারাম। (আবু দাউদ: ৩২২৬)

৭। কবরে ফলক লাগানো নিষেধ। (তিরমিজি ১০৫২)

৮। কবরে চুনকাম করা নিষেধ।(মুসলিম ২১৩৫, আবু দাউদ ৩২২৫ নাসায়ী২০২৮)

৯। কবরের মধ্যে ওরস-মেলা এবং কবরকে উৎসবের স্থান বানানো হারাম।
(আবু দাউদ:২০৪২)

১০। উচু কবর দেখলে ভেঙ্গে দেয়া এবং কবর সমতল করা জরুরী।
(মুসলিম ২১৩৩,নাসায়ী২০৩০, আবু দাউদ ৩২১৮)

১১। কবরের পাশে পশু জবাই করা নিষেধ।
(আবু দাউদ ৩২২২)

১২। কবর জিয়ারত(একাকী হাত তুলে দোয়া) করার অনুমতি লাভ করা।
(মুসলিম ২১৪৯,আবু দাউদ ৩২৩৪ তিরমিজি ১০৫৪)

১৩।রাসুল(ﷺ)বলেছেন,
মসজিদুল হারাম,মসজিদুল আক্'সা ও মসজিদে নববী ছাড়া অন্য কোন মসজিদে কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবেনা।
(বুখারী ১১৯৭)

১৪। মহীলাদের কবর জিয়ারত করা নিষেধ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর জিয়ারত কারীনীদের অভিসম্পাত করেছেন।
(তিরমিজি১০৫৬,ইবনে মাজাহ১৫৭৪)।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলি তুমি ছাড়বেনা কোনো ছবি মূর্তি সবকে ভেংঙ্গে খান খান করে দাও/আলি তুমি ছাড়বে না কোনো উঁচু কবর/মাজার সবকে ভেংঙ্গে সমান করে দাও
(আবু দাউদ ৩২১৮)

রাসূল সাঃ বলেছেন তোমরা দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি করা হতে বিরত থাক-
নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টি বিদ'আত ও প্রত্যেক বিদ'আতি গোমরাহী। আর প্রত্যেক গোমরাহীর পরিণাম জাহান্নাম ।
(মুসলিম ১৫৩৫, নাসাঈ ১৫৬০)

আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের বুঝার তৌফিক দিন।
 
Top