‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️
M

কথাবার্তা বলার মধ্যে কোনো কল্যাণ নেই শুধুমাত্র ৯ টি ক্ষেত্র ছাড়া

MD Rafin Rumman

Active member

Threads
13
Comments
25
Reactions
148
Credits
10
রবীঈ বিন খুসাইম (৬৫ হিজরি) বলেন:

কথাবার্তা বলার মধ্যে কোনো কল্যাণ নেই শুধুমাত্র ৯ টি ক্ষেত্র ছাড়া

১. তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা)

২. তাকবির (আল্লাহু আকবার উচ্চারণ করা)

৩. তাসবিহ (সুবহানাল্লাহ উচ্চারণ করা)

৪.তাহমিদ (আলহামদুলিল্লাহ উচ্চারণ করা)

৫. ভালোকিছুর বিষয়ে জানতে চাওয়া

৬. অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৭. সৎকাজের আদেশ দেওয়া

৮. অসৎকাজের নিষেধ করা

৯.কুরআন তিলাওয়াত করা

[ কিতাবুস সামত, ইবনু আবিদ দুনইয়া, ২৪৬ ]
 

Share this page