যাকাত ও ফিতরা ওয়াসাক

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
659
Comments
803
Reactions
7,044
ওয়াসাক একটি বাটখারা, যাতে ৬০ সা' পরিমাণ রবিশস্য জায়গা হয়। প্রতি সা' এর সাধারণ ওজন ধরা হয়, (২.১৭৬) বা ২ কেজি ১৭৬ গ্রাম। সেটা অনুসারে পাঁচ ওসাক সমান ২.১৭৬×৬০×৫= ৬৫৩ (প্রায়) কিলোগ্রাম, যা হিজাযী 'সা' অনুসারে। আর এ দেশীয় ওজনে (২০) বিশ মণ (৬৫৩ কিলোগ্রাম) এবং ইরাকী ‘সা' অনুসারে এ দেশীয় ওজনে (২৮) আটাশ মণ শস্য।

[সূত্র: উমদাতুল আহকাম (সবুজপত্র পাবলিকেশন), 'যাকাত' অধ্যায়]
 
Last edited:
Back
Top