যাবে। কারণ তাহাজ্জুদ সালাতের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দুই রাকা‘আত।
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে নিজ স্ত্রীকেও ঘুম থেকে জাগ্রত করে উভয়ে দু’ রাকা‘আত (নফল) সালাত পড়ে, তাদের উভয়কে আল্লাহর পর্যাপ্ত যিক্রকারী পুরুষ ও স্ত্রীলোকদের তালিকাভুক্ত করা হয় (আবূ দাঊদ, হা/১৩০৯, ১৪৫১, সনদ সহীহ)।
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে নিজ স্ত্রীকেও ঘুম থেকে জাগ্রত করে উভয়ে দু’ রাকা‘আত (নফল) সালাত পড়ে, তাদের উভয়কে আল্লাহর পর্যাপ্ত যিক্রকারী পুরুষ ও স্ত্রীলোকদের তালিকাভুক্ত করা হয় (আবূ দাঊদ, হা/১৩০৯, ১৪৫১, সনদ সহীহ)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: