• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।
‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

একটি কিতাব হলো পুরো দুনিয়ার সমান !

A

Anonymous User

Guest

ইবনুল জাওযী' رحمه الله বলেন,
إني طالعت عشرين ألف مجلد، كان أكثر، وأنا بعد في الطلب
❝আমার বিশ হাজারেরও বেশি বই পড়া হয়েছে তবুও আমি নতুন বইয়ের তালাশে থাকি।❞
[সয়দুল খাতির ১৪৯]

ইয়ামানের সিংহ ইমাম মুক্ববিল বিন হাদী আল-ওয়াদী'ঈ رحمه الله বলেন,
ننصح طلبة العلم أن يحرصوا على اقتناء الكتاب، حتى لو باع أحدهم سيارته، ولو باع أحدهم عمامته، من أجل أجل أن يشتري كتابا، الكتاب الواحد يساوي الدنيا
"আমরা ত্বলীবুল ইলমদের উদ্দেশ্যে নসীহত করবো যে,
তারা যেনো কিতাব সংগ্রহের জন্য বেশী বেশী চেষ্টা করে। যদিও তাদের কোনো কিতাব খরিদ করতে হয় তাহলে তাদের নিজেদের গাড়ি কিংবা নিজের পাগড়ীটাও যেনো কিতাবের জন্য বিক্রি করে দেয়। (কেননা) একটি কিতাব হলো পুরো দুনিয়ার সমান।"
[ক্বমউল মুআনীদ ৪৯৫ পৃষ্ঠা]
 
COMMENTS ARE BELOW

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,880
Credits
2,412
বারাকাল্লাহু ফিক
 

Share this page